খুমেক হাসপাতালে করোনা সন্দেহে মৃত ব্যক্তিসহ তিনজনের নমুনা সংগ্রহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ আতিয়ার রহমান,খুলনা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে মারা যাওয়া সন্দিগ্ধ ব্যক্তি মোস্তাহিদুর রহমানসহ তিনজনের রোগের নমুনা বা স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতেই ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য বিভাগের একটি টিম বর্তমানে খুলনায় অবস্থান করছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তিন জনের স্যাম্পল সংগ্রহ ও লোক মারফত তা ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মৃত ব্যক্তির স্যাম্পলও রয়েছে। তিনি বলেন, মৃত মোস্তাহিদুরের স্যাম্পল সংগ্রহের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি চার জনের মধ্যে পুলিশ সদস্য ও শিক্ষিকার স্যাম্পলও সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক ব্যক্তি। তার সঙ্গে একই হাসপাতালে পাশাপাশি বেডে চিকিৎসাধীন ছিলেন খুলনার মোস্তাহিদুর রহমান (৪৫)। পরে তাকে খুলনায় আনা হয়। ভর্তি করা হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি খুলনা মহানগরীর হেলাতলা এলাকার মৃত সাঈদুর রহমানের ছেলে। Share this:FacebookX Related posts: করোনা আতঙ্কে ভারত থেকে দ্রুত বেনাপোল দিয়ে ফিরছেন বাংলাদেশিরা খুলনায় করোনা সন্দেহে ২ জন খুমেক হাসপাতালে ভর্তি করোনা: স্বাস্থ্য নিরাপত্তায় সেনা বাহিনীসহ ম্যাজিস্ট্রেটের বেনাপোল পরিদর্শন করোনা আতংকে খুমেক হাসপাতাল রোগী শুন্য ! গলাচিপায় করোনা সচেতনতায় র্যাবের বিশেষ টহল গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার আত্রাইয়ে করোনা সংক্রামণরোধে জীবানুনাশক স্প্রে অব্যাহত করোনা আইসোলেশনের চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার, গ্রেফতার ৩ ভারতীয় বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশী যুবক খুলনা সিটির ১৪ ও ১৭ ওয়ার্ড এবং রূপসার আইচগাতি লকডাউন বেনাপোল পুটখালী সীমান্ত থেকে শিশু সহ ৭ রোহিঙ্গা আটক পাইকগাছায় স্থায়ী ঠিকানা পাচ্ছে ২২০ ভূমিহীন পরিবার SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: করোনাখুমেকতিনজনেরনমুনা সংগ্রহমৃত ব্যক্তিসহসন্দেহেহাসপাতালে