কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫০টি পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট লবণ ও এক লিটার তেল। ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান আসাদের সৌজন্যে ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। এদিন, উপজেলার রাণীনগর হাউজে, রেলগেইট, গোলচত্বর ও রেলস্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আশপাশের ভ্যানচালক, দিনমজুর, সুবিধাবঞ্চিত, ভবঘুরে মানুষদের মাঝে এই খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যতদিন করোনা ভাইরাস সংকট শিথিল না হচ্ছে ও সাধারণ মানুষরা স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে না পারছেন ততদিন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইসরাফিল আলমের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখা হবে বলে জানান আসাদুজ্জামান আসাদ। Share this:FacebookX Related posts: চাটমোহরে লকডাউন গ্রামে প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কসবায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ চিতলমারীতে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নাগরপুরে কর্মহীন অটোরিকশা শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় কর্মহীন শতাধিক স্বর্ণ কারিগরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় বন্যার্তদের মাঝে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আত্রাইয়ে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ সামাজিক দুরত্ব বাজায় রাখতে নওগাঁয় কঠিন অবস্থানে সেনাবাহিনী SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্মহীনখাদ্য সামগ্রী বিতরণমানুষের মাঝে