কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫০টি পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট লবণ ও এক লিটার তেল।

ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান আসাদের সৌজন্যে ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এদিন, উপজেলার রাণীনগর হাউজে, রেলগেইট, গোলচত্বর ও রেলস্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আশপাশের ভ্যানচালক, দিনমজুর, সুবিধাবঞ্চিত, ভবঘুরে মানুষদের মাঝে এই খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যতদিন করোনা ভাইরাস সংকট শিথিল না হচ্ছে ও সাধারণ মানুষরা স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে না পারছেন ততদিন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইসরাফিল আলমের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখা হবে বলে জানান আসাদুজ্জামান আসাদ।