ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৮৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে দিনকে দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৫০৩। বুধবার (২৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬। ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান। এদিকে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার। Share this:FacebookX Related posts: ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু, অবরুদ্ধ দেড় কোটি ইতালিতে করোনায় একদিনেই ৫ চিকিৎসকের মৃত্যু ইতালিতে মৃত্যুর মিছিলে আরও ৯৬৯ জন ইতালিতে দুই সপ্তাহে সবচেয়ে কম মৃৃত্যু আজ ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, আক্রান্ত মোট ৪২৯৮ ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২ ইতালিতে নতুন করে বিধি-নিষেধ আরোপ ইতালিতে নতুন করে লকডাউন করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত করোনায় বিশ্বে প্রাণ গেল এক লাখ ৩৪ হাজার ৬১৫ জনের ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ লকডাউনমুক্ত কুয়েতের দুই অঞ্চল SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২৪ ঘণ্টায়ইতালিতেমৃত্যু ৬৮৩