রফতানিমুখি শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রফতানি ও শিল্পবাণিজ্যের আঘাত আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ খাতকে রক্ষায় তিনি ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছেন।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এ তহবিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের পাশে থাকবে সরকার। এ জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গৃহহীন ও ভূমিহীনদের ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়ারও ঘোষণা দেন তিনি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রফতানি ও শিল্পবাণিজ্যে আঘাত আসতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী রফতানিমুখি শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা তহবিলের ঘোষণা দেন। যা দিয়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা যাবে।