বাড়ি ফেরার ঢল নেমেছে সড়কপথে

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সারাদেশে রেল, নৌ ও আকাশপথে যোগাযোগ বন্ধ করা হয়েছে।বৃহস্পতিবার থেকে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন করা হবে।

তাই শেষ মুহূর্তে সড়কপথে মানুষের বাড়ি ফেরার ঢল নেমেছে। এতে চাপ পড়েছে সড়কের ওপর। লেগেছে দীর্ঘ যানজট।

বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সাধারণ ছুটি পেয়ে ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সঙ্গে বন্ধ করেছে রেল, নৌ ও আকাশপথ। এখন শুধু যোগাযোগের সুযোগ রয়েছে সড়কপথে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার থেকে গণপরিবহন লকডাউন ঘোষণা করেছেন। এ জন্য শেষ মুহূর্তে ঢাকা ছাড়তে সব চাপ পড়েছে সড়কপথে। মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিক জানান, রাত থেকে যে যাত্রী চাপ তা তিনি ঈদের সময়ও দেখেননি। পরিস্থিতি সামাল দিতে তারা এখন চালক ও সহকারী সংকটে পড়েছেন।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী বহু মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে করে মানুষকে বাড়ির পথে যেতে দেখা গেছে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, যে যেভাবে পারছেন বাড়ির পথে ছুটছেন অনেকেই। অনেকেই বাস রিজার্ভ করে রওয়ানা দিয়েছেন। এর মধ্যে বড় সংখ্যায় রয়েছে পোশাক শ্রমিক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলছে। যে কারণে অতিরিক্ত যাত্রী চাপে যানজট লেগেছে।