করোনার থাবায় পাঁচজনের প্রাণহানী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে কেউ আক্রান্ত হননি। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ নিয়ে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫-এ। আইইডিসিআর পরিচালক বলেন, ‘আজ সকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয়।’ তিনি বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে আইইডিসিআরে নিয়ে আসা হয়। তাঁর ডায়াবেটিস ছিল। এছাড়া হাইপারটেনশনও ছিল।’ মীরজাদী সেব্রিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে কারও শরীরে ভাইরাস শনাক্ত হয়নি। তাই আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। তবে সুস্থ হয়েছেন আরও দু’জন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জন।’ গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: করোনার থাবায় দেশে প্রথম একজনের মৃত্যু করোনার ছোবলে বর্ষবরণ হতে পারে উৎসবহীন করোনার আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে করোনায় একদিনে আরও ৬৪ জনের প্রাণহানী করোনায় সাড়ে ৩ হাজারেরও বেশি প্রাণহানী করোনায় আরও ৪১ জনের প্রাণহানী জুনের মধ্যে আসছে আরও ৬ কোটি করোনার টিকা করোনার নতুন ধরন শনাক্ত বাংলাদেশেও করোনার নতুন স্ট্রেইনের ৭টি লক্ষণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার টিকা প্রয়োগ শুরু করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে একযোগে করোনার গণটিকা শুরু SHARES Matched Content জাতীয় বিষয়: করোনারথাবায়পাঁচজনেরপ্রাণহানী