চীন থেকে আসছে পিপিই

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : দেশের চিকিৎসকদের জন্য চীন থেকে পাঠানো হচ্ছে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই পিপিইগুলো বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন চীনের বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউশনে কর্মরত ডা. মেজবাহ।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল দেশে এর সমন্বয় করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওই তথ্য জানিয়েছেন ডা. মেজবাহ।

তিনি লেখেন, বাংলাদেশের চিকিৎসকদের জন্য আমরা ১০০ প্রোটেকটিভ সুইটস, ১০০ প্রোটেকটিভ গ্লাস ও ৪৫০টি ফেইস শিল্ড, ৪ হাজার সার্জিক্যাল মাস্ক, ৬০০ এন৯৪ মাস্ক পাঠাচ্ছি। চীনে ডাক্তারদের তিনটি সংস্থা থেকে এগুলো পাঠানো হচ্ছে। এরপর আরও পিপিই পাঠানো হবে বলেও জানান তিনি।