গৌরীপুরে করোনা ভাইরাস সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; করোনা ভাইরাস সচেতনতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় লাগাতার মাইকিং ও লিফলেট বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গৌরীপুর উপজেলায় পৌর শহরসহ ১০টি ইউনিয়নে এক যোগে লাগাতার মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। (২২মার্চ) রোববার সকালে এর উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, গৌরীপুর’র আহবায়ক এইচএম খায়রুল বাসার।

এই উদ্যোগের সমন্বয় করছেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি’র সদস্য সচিব নাজমুল হাসান ডালেস, বাংলাদেশ তাঁতীলীগ, গৌরীপুর পৌর শাখার আহবায়ক যোবায়ের সোহান, বাংলাদেশ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, রামগোপালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জুয়েল, রামগোপালপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।