নওগাঁয় আরও ৮৮৪ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিভিন্ন দেশ থেকে আসা আরও ৮৮৪ জন প্রবাসীকে হোম কোয়ান্টোইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ১০৮৮ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে ৩ জনের ১৪ দিন শেষে তাদের মধ্যে ভাইরাসের কোন উপসর্গ না পাওযায় হোম কোয়ারেন্টাইন প্রত্যাহার করা হয়। বর্তমানে জেলায় ১০৮৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যা গতকাল পর্যন্ত ছিল ২০৪ জন। রবিবার দুপুরে নওগাঁর সিভিল সার্জন ডাঃ এস,এম আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের ১৪ দিন সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সব সময় তাদের দেখ ভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। আশঙ্খাজনক তেমন কেউ নাই। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।