তিন আসনে উপনির্বাচন আজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ স্টাফ রিপোর্টার : যেখানে মহামারী আকার করা করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে গোটা বিশ্ব। সেখানে আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে তিন আসনে উপনির্বাচন। ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ সংসদীয় আসনগুলোতে ভোটগ্রহন শুরু হবে সকাল ৯টা থেকে, ৫টা পর্যন্ত চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার জনসমাগমের ওপর বিধিনিষেধের আরোপের কথা বললেও এই তিন আসনের নির্বাচন থেকে পিছপা হয়নি নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে উপনির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এই তিন আসনে মোট ভোটার ১০ লাখ ১৭ হাজার ৭৮৯ জন। তিনটি আসনের মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হবে ব্যালেটের মাধ্যমে। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘ইভিএম মেশিনে ভোট প্রদানের ক্ষেত্রে একই মেশিনে অসংখ্য মানুষের আঙুলের চাপ পড়ে। এ কারণে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি ইভিএম মেশিনে ভোট দেন তাহলে তার মাধ্যমে এটি অনেকের মাঝে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।’ ঢাকা-১০ আসনের উপনির্বাচনের জন্য শুক্রবার (২০ মার্চ) রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ থেকে এই আসনের ভোটকেন্দ্রভিত্তিক মালামাল বিতরণ করা হয়। সেখানেও ব্যাপক লোক সমাগম হয়। এদিকে নির্বাচনকালীন ভোটারদের করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভোটকেন্দ্রে যাওয়ার আগে এবং ভোট দেয়ার পর হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এছাড়াও ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক ব্যানার টানানো থাকবে বলেও তিনি জানিয়েছেন। Share this:FacebookX Related posts: আতিকের বিরুদ্ধে অভিযোগ, ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে : ব্যারিস্টার তাপস ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি ডিসেম্বরে ২৩৪ পৌরসভায় ভোট ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেলেন যারা ধামরাইয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন মাস্টারদা সূর্য সেনের মৃত্যুবার্ষিকী আজ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আজউপনির্বাচনতিন আসনে