ইতালিতে করোনায় একদিনেই ৫ চিকিৎসকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসের আক্রমণে ইতালিতে একদিনেই প্রাণ হারিয়েছেন পাঁচ চিকিৎসক। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) তারা মারা যান বলে নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও)। যে পাঁচজন ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে। এ ভাইরাসে দেশটিতে মোট ৩ হাজার ৪০৫ জন মারা গেছেন। এরমধ্যে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪২৭ জন। গেল ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন। Share this:FacebookX Related posts: ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু, অবরুদ্ধ দেড় কোটি ইরানে করোনায় নতুন করে আক্রান্ত-মৃত্যু নেই, সুস্থ ৭৯১৩ করোনায় আক্রান্ত হলেন রানি ২য় এলিজাবেথ ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ করোনায় বিশ্বে প্রাণ গেল এক লাখ ৩৪ হাজার ৬১৫ জনের ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ করোনায় আফ্রিকায় ১ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রে করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদন প্রত্যাহার করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো আড়াই লাখ যুক্তরাষ্ট্রে ৩ লাখ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু স্কুল খোলার পর ভারতে ১৮৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইতালিতেএকদিনেই ৫ চিকিৎসকের মৃত্যুকরোনায়