করোনা প্রতিরোধে বাংলাদেশের দিকে হাত বাড়ালো চীন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১৪ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আতঙ্ক দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে চীন সরকার।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে মঙ্গলবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ তথ্য জানানো হয়েছে। চীনের দেওয়া বিবৃতিতে বলা হয়, মহামারি করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী এবং টেস্ট কিট দেবে। এছাড়া এই দুঃসময়ে বাংলাদেশের পাশে চীন রয়েছে এবং থাকবে।

চীনের সহায়তার মধ্যে রয়েছে, দশ হাজার কিট, পনের হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, দশ হাজার চিকিতৎসা পোশাক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশটিতে যে মড়ক দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই কমেছে। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় সহজে দমানো যাচ্ছে না। করোনাকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা মহামারি হিসেবে ঘোষণা করে। চীনের পর ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ১৬৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনার দাপটে প্রাণ হারিয়েছে আট হাজারের বেশি। মৃতদের অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬১২ জন।