সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দুইশ ছাড়াল

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

নিউজ ডেস্ক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। নতুন করে আরও ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল থেকে আজ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২০১ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৫ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ছয় হাজার ১৮৮ জন, সুনামগঞ্জে দুই হাজার ১৬৫ জন, হবিগঞ্জে এক হাজার ৬২০ জন ও মৌলভীবাজারে এক হাজার ৫৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন দুই হাজার ৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ৫০ জনের মধ্যে সিলেটের ৩৪ জন, সুনামগঞ্জের ১৩ জন এবং মৌলভীবাজারের তিনজন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট আট হাজার ৫৩৫ জন। এর মধ্যে সিলেটে চার হাজার ৩৮২ জন, সুনামগঞ্জে এক হাজার ৮৪৫ জন, হবিগঞ্জে এক হাজার ৭৯ জন এবং মৌলভীবাজারে এক হাজার ২২৯ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪২ জন।