হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ২:৪৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০১৯
জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : আজ রবিবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় হালুয়াঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও বাসা বাড়িতে সুসজ্জিত করে সাজিয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
পূজার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের পুস্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরণ,ধর্মীয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য,ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা,বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ভক্তদের বিশ্বাস দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে।
Matched Content
দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম সংবাদের কোনো সংবাদ, তথ্য, ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।