আশুলিয়ায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ
প্রকাশিতঃ 6:45 pm | November 02, 2018

স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে নরসিংহপুর এলাকার মানিকগঞ্জ পাড়ার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে নারী-শিশুও আছে। তারা হলেন- আরব আলী তরফদার (৫০) ও তার স্ত্রী হাসিনা (৪০), তাদের ছেলে আব্দুর রউফ (২৫), ছেলের বউ রিপা (২০), রিপার দেড় বয়সী মেয়ে আয়েশা। দগ্ধদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাধা গ্রামে। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের প্রতিবেশি কানন আকন্দ জানান, সকালে আব্দুল হামিদের দোতলা বাসার নীচতলায় চিৎকার শুনতে পেয়ে তিনি এগিয়ে আসেন। এ সময় ঘরে আগুন জ্বলতে দেখেন তিনি। এরপর সেখানে থাকা পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি।
দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম সংবাদের কোনো সংবাদ, তথ্য, ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।