ফুলপুরে হতদরিদ্রদের মাঝে বৈশাখী শাড়ী বিরতণ
প্রকাশিতঃ 2:58 pm | April 15, 2018

সেলিম রানা,ফুলপুর ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নে চাঁনপুর গ্রামে কাজীম উদ্দিন সরকার এর বাড়িতে হতদরিদ্র মহিলাদের মাঝে বৈশাখী শাড়ী বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখে।
বৈশাখের আনন্দকে সবার মাঝে কিছুটা হলেও পোঁছে দিতে নিজের বৈশাখী ভাতার একটা বড় অংশ হতদরিদ্র মহিলাদের মাঝে শাড়ী কাপড় বিরতণের মাধ্যমে ব্যয় করেন ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়শন প্রধান উপদষ্টা ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান।এসময় উপস্থিত ছিলেন দৈনিক মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি সেলিম রানা,তরিকুল ইসলাম প্রমুখ।
ঐ সময় আকবর আলী আহসান স্যারকে জিজ্ঞেস করলে তিনি বলেন,একার অনন্দ আনন্দ নয়,বরং যাদের সামর্থ্য নেই তাদের সাথে আনন্দটা ভাগাভাগি করতে পারলে নিজেকে কিছুটা সার্থক মনে হয়।
এ সম্পর্কিত আরও খবর দেখুন
দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম সংবাদের কোনো সংবাদ, তথ্য, ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।