চাল ও পেঁয়াজের দামে অস্বস্তি
প্রকাশিতঃ 1:06 am | December 12, 2017

আমনের মৌসুমেও চালের দাম কমেনি। অথচ কৃষকের মুখে হাসি। কারণ বন্যার পর ফলন ভালো হয়েছে। সরকারও আমন সংগ্রহের জন্য যে দাম নির্ধারণ করেছে, তা অন্যবারের চেয়ে বেশি। কৃষকের স্বার্থ বিবেচনা করে কৃষি মন্ত্রণালয় থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাতে তাদের লোকসান হওয়ার কথা নয়। ফলন ভালো হওয়ায় বাজারেও উঠেছে নতুন ধান, কিন্তু তার কোনো প্রভাব বাজারে পড়তে দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত বাজারে চালের দাম কমেনি। বরং আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে চালের দাম বেড়েছে। খোলাবাজারের বিক্রেতারা বলছেন, বেশি দামে কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

বাজারের অস্থিরতা কাটাতে হলে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্ত মজুদ গড়ে তোলার পাশাপাশি নিজস্ব সরবরাহ ব্যবস্থা উন্নত করা গেলে বাজারে অস্থিরতা দেখা দেবে না। টিসিবিকে কাজে লাগিয়ে বছরজুড়ে সরকার এ কাজ করতে পারে। সরকারের সদিচ্ছাই পারে বাজার নিয়ন্ত্রণ করতে। কিন্তু বাজার থেকে একবার নিয়ন্ত্রণ উঠে গেলে নতুন করে তা প্রতিষ্ঠা করা যায় না। নিয়ন্ত্রণহীন বাজার তখন ভোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এ অবস্থা থেকে ভোক্তাদের মুক্ত করার দায়িত্ব সরকারের।
এ সম্পর্কিত আরও খবর দেখুন
দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম সংবাদের কোনো সংবাদ, তথ্য, ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।